সংকলনে ফিরে যান

ঈমান

34 হাদিস

الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ

ঈমানের সত্তরটি বা ষাটটিরও অধিক শাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই) বলা এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর লজ্জাশীলতাও ঈমানের একটি শাখা।

Abu HurairahSahih Muslim

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ

যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।

Abu HurairahSahih Bukhari & Muslim

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ

তোমাদের কেউ সত্যিকার ঈমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি প্রিয় হই।

Anas ibn MalikSahih Bukhari & Muslim

مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ

যে ব্যক্তি "লা ইলাহা ইল্লাল্লাহ" বলবে, সে জান্নাতে প্রবেশ করবে।

Abu DharrSahih Muslim

الْإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ

ঈমান হলো আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ, শেষ দিবস এবং তকদীরের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস করা।

Umar ibn al-KhattabSahih Muslim

الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ

লজ্জাশীলতা ঈমানের অংশ।

Abu HurairahSahih Bukhari & Muslim

لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُهَا وَهُوَ مُؤْمِنٌ

ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন সে মুমিন নয়, চোর যখন চুরি করে তখন সে মুমিন নয়, এবং মদ্যপায়ী যখন মদ পান করে তখন সে মুমিন নয়।

Abu HurairahSahih Bukhari & Muslim

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে।

Anas ibn MalikSahih Bukhari & Muslim

الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

মুসলমান সে যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ।

Abdullah ibn AmrSahih Bukhari & Muslim

أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا

ঈমানের দিক থেকে সবচেয়ে পরিপূর্ণ মুমিন তারা যাদের চরিত্র সর্বোত্তম।

Abu HurairahSunan Abu Dawud

إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى

কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে এবং প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে।

Umar ibn al-KhattabSahih Bukhari & Muslim

مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لَا يَذْكُرُ رَبَّهُ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ

যে তার রবকে স্মরণ করে এবং যে করে না তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো।

Abu Musa al-AshariSahih Bukhari

مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ

যে ব্যক্তি দিনে একশ বার বলে: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর, তার জন্য দশজন দাস মুক্ত করার সমান হবে।

Abu HurairahSahih Bukhari & Muslim

مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।

Abu HurairahSahih Bukhari & Muslim

أَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো যা নিয়মিত করা হয়, যদিও তা ছোট হয়।

AishaSahih Bukhari & Muslim

إِنَّمَا الْأَعْمَالُ بِالْخَوَاتِيمِ

নিশ্চয়ই কাজের মূল্যায়ন তাদের পরিণতি দিয়ে হয়।

Sahl ibn Sa'dSahih Bukhari

مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে-কদরে রাত্রি জাগরণ করে, তার পূর্ববর্তী পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে।

Abu HurairahSahih Bukhari

الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ

এক উমরা থেকে অন্য উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের পাপের কাফফারা, এবং কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়।

Abu HurairahSahih Bukhari

صِيَامُ يَوْمِ عَرَفَةَ، أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ، وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ

আরাফার দিন রোজা রাখা, আমি আল্লাহর কাছে আশা করি যে তা পূর্ববর্তী এবং পরবর্তী বছরের পাপ মুছে দেবে।

Abu QatadahSahih Muslim

صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ، أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ

আশুরার দিন রোজা রাখা, আমি আল্লাহর কাছে আশা করি যে তা পূর্ববর্তী বছরের পাপ মুছে দেবে।

Abu QatadahSahih Muslim

كُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ

প্রতিটি নতুন সৃষ্টি পথভ্রষ্টতা এবং প্রতিটি পথভ্রষ্টতা জাহান্নামে।

Jabir ibn AbdullahSahih Muslim

آخِرُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ رَجُلٌ يَمْشِي عَلَى الصِّرَاطِ، فَهُوَ يَمْشِي مَرَّةً وَيَكْبُو مَرَّةً وَتَسْفَعُهُ النَّارُ مَرَّةً

জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি হবে এমন এক ব্যক্তি যে পুলসিরাতে হাঁটবে, কখনো হাঁটবে, কখনো হোঁচট খাবে এবং কখনো আগুন তাকে পুড়িয়ে দেবে।

Abdullah ibn MasudSahih Muslim

ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ: الصَّائِمُ حَتَّى يُفْطِرَ، وَالْإِمَامُ الْعَادِلُ، وَدَعْوَةُ الْمَظْلُومِ

তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: রোজাদার ব্যক্তি যতক্ষণ না সে ইফতার করে, ন্যায়পরায়ণ শাসক, এবং নির্যাতিত ব্যক্তির দোয়া।

Abdullah ibn AmrJami at-Tirmidhi

خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ

সর্বোত্তম দোয়া হলো আরাফাহর দিনের দোয়া, এবং সর্বোত্তম যা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ বলেছি তা হলো: আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই।

Amr ibn ShuaybJami at-Tirmidhi

مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ

যে ব্যক্তি দিনে একশত বার বলবে: আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই সার্বভৌমত্ব এবং তাঁর জন্যই সমস্ত প্রশংসা, এবং তিনি সকল কিছুর উপর সর্বশক্তিমান, তা দশটি ক্রীতদাস মুক্ত করার সমান হবে।

Abu HurairahSahih Bukhari & Muslim

الِاسْتِغْفَارُ سَيِّدُ الِاسْتِغْفَارِ: اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ

ক্ষমা প্রার্থনার সর্দার হলো: হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোন ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা।

Shaddad ibn AwsSahih Bukhari

مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ

যে ব্যক্তি দিনে একশত বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার পাপসমূহ মোচন হবে যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়।

Abu HurairahSahih Bukhari & Muslim

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ

বলুন: তিনি আল্লাহ, এক - এটি কুরআনের এক তৃতীয়াংশের সমান।

Abu Said al-KhudriSahih Bukhari

مَنْ حَفِظَ الْأَسْمَاءَ الْحُسْنَى دَخَلَ الْجَنَّةَ

যে আল্লাহর সুন্দর নামসমূহ মুখস্থ করবে এবং সে অনুযায়ী আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে।

Abu HurairahSahih Bukhari & Muslim

خَيْرُ الزَّادِ التَّقْوَى

সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া।

Ibn AbbasQuran

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের ধনভাণ্ডারসমূহের একটি ধন।

Abu Musa al-AshariSahih Bukhari & Muslim

مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ، فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً

যে জুমার দিন গোসল করে যেমন ফরজ গোসল করা হয় তারপর নামাজে যায়, তার উদাহরণ যেন একটি উট কোরবানি করার মতো।

Abu HurairahSahih Bukhari & Muslim

مَنْ قَالَ: إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا، إِلَّا آجَرَهُ اللَّهُ فِي مُصِيبَتِهِ وَأَخْلَفَ لَهُ خَيْرًا مِنْهَا

যে ব্যক্তি বলে: "নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তাঁর কাছে ফিরে যাবো। হে আল্লাহ, আমার বিপদে আমাকে প্রতিদান দিন এবং এর চেয়ে ভালো কিছু দিয়ে তা প্রতিস্থাপন করুন," আল্লাহ তাকে তার বিপদে প্রতিদান দেন এবং এর চেয়ে ভালো কিছু দিয়ে তা প্রতিস্থাপন করেন।

Umm SalamahSahih Muslim

مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَأَنَّ عِيسَى عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ عَلَى مَا كَانَ مِنَ الْعَمَلِ

যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি একক এবং তাঁর কোন শরীক নেই, মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল, ঈসা আল্লাহর বান্দা ও রাসূল এবং তাঁর বাণী যা তিনি মারইয়ামকে দিয়েছিলেন এবং তাঁর পক্ষ থেকে একটি রূহ, জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তার আমল যাই হোক না কেন।

Ubadah ibn al-SamitSahih Bukhari & Muslim

অন্যান্য বিভাগ

হাদিস সংকলন সম্পর্কে ঈমান | 34 হাদিস | Bayynaat | Bayynaat