সংকলনে ফিরে যান
ঈমান

الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ

অনুবাদ

ঈমানের সত্তরটি বা ষাটটিরও অধিক শাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই) বলা এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর লজ্জাশীলতাও ঈমানের একটি শাখা।

বর্ণনাকারী

আবু হুরাইরা

উৎস

সহীহ মুসলিম

মুসলিম 35

সম্পর্কিত হাদিস

হাদিস - ঈমান | Abu Hurairah | Sahih Muslim | Bayynaat