দোয়া সংগ্রহ

কুরআন এবং সুন্নাহ থেকে দৈনন্দিন প্রার্থনার সংগ্রহ

সকালের যিকির

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

প্রতিবর্ণীকরণ

Aṣbaḥnā wa aṣbaḥa l-mulku lillāh, wa l-ḥamdu lillāh, lā ilāha illā llāhu waḥdahu lā sharīka lah, lahu l-mulku wa lahu l-ḥamd, wa huwa ʿalā kulli shay'in qadīr

অনুবাদ

আমরা সকালে প্রবেশ করেছি এবং সকল কর্তৃত্ব আল্লাহর। সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই। সকল রাজত্ব তাঁর এবং সকল প্রশংসা তাঁর, এবং তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান।

মুসলিমসকাল

সকালের সুরক্ষা দোয়া

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

প্রতিবর্ণীকরণ

Bismillāhi lladhī lā yaḍurru maʿa smih shay'un fī l-arḍi wa lā fī s-samā' wa huwa s-samīʿu l-ʿalīm

অনুবাদ

আল্লাহর নামে যার নামের সাথে পৃথিবী ও আকাশে কোন কিছু ক্ষতি করতে পারে না এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

আবু দাউদ, তিরমিযীসকাল

সন্ধ্যার যিকির

أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

প্রতিবর্ণীকরণ

Amsaynā wa amsa l-mulku lillāh, wa l-ḥamdu lillāh, lā ilāha illā llāhu waḥdahu lā sharīka lah, lahu l-mulku wa lahu l-ḥamd, wa huwa ʿalā kulli shay'in qadīr

অনুবাদ

আমরা সন্ধ্যায় প্রবেশ করেছি এবং সকল কর্তৃত্ব আল্লাহর। সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই। সকল রাজত্ব তাঁর এবং সকল প্রশংসা তাঁর, এবং তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান।

মুসলিমসন্ধ্যা

বাড়ি থেকে বের হওয়ার দোয়া

بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

প্রতিবর্ণীকরণ

Bismillāh, tawakkaltu ʿalā llāh, wa lā ḥawla wa lā quwwata illā billāh

অনুবাদ

আল্লাহর নামে, আমি আল্লাহর উপর ভরসা করি, এবং শক্তি ও ক্ষমতা কেবল আল্লাহর।

আবু দাউদ, তিরমিযীদৈনন্দিন

বাড়িতে প্রবেশের দোয়া

بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

প্রতিবর্ণীকরণ

Bismillāhi walajna, wa bismillāhi kharajna, wa ʿalā llāhi rabbinā tawakkalnā

অনুবাদ

আল্লাহর নামে আমরা প্রবেশ করি, আল্লাহর নামে আমরা বের হই, এবং আমাদের রব আল্লাহর উপর আমরা ভরসা করি।

আবু দাউদদৈনন্দিন

বাথরুমে প্রবেশের দোয়া

بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ

প্রতিবর্ণীকরণ

Bismillāh, Allāhumma innī aʿūdhu bika min al-khubuthi wa l-khabā'ith

অনুবাদ

আল্লাহর নামে। হে আল্লাহ, আমি পুরুষ ও নারী শয়তান থেকে তোমার আশ্রয় চাই।

বুখারী, মুসলিমদৈনন্দিন

আযানের পর দোয়া

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ

প্রতিবর্ণীকরণ

Allāhumma rabba hādhihi d-daʿwati t-tāmmah, wa ṣ-ṣalāti l-qā'imah, āti Muḥammadan al-wasīlata wa l-faḍīlah, wa bʿathhu maqāman maḥmūdan alladhī waʿadtah

অনুবাদ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত নামাজের রব, মুহাম্মদকে মাধ্যম ও মর্যাদা দান কর, এবং তাকে সেই সম্মানিত স্থানে উন্নীত কর যার প্রতিশ্রুতি তুমি দিয়েছ।

বুখারীনামাজ

নামাজের পর - আয়াতুল কুরসী

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ

প্রতিবর্ণীকরণ

Allāhu lā ilāha illā huwa l-ḥayyu l-qayyūm, lā ta'khudhuhu sinatun wa lā nawm

অনুবাদ

আল্লাহ - তিনি ছাড়া কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাঁকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না।

কুরআন 2:255নামাজ

গাড়িতে ওঠার দোয়া

بِسْمِ اللَّهِ، سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ

প্রতিবর্ণীকরণ

Bismillāh, subḥāna lladhī sakhkhara lanā hādhā wa mā kunnā lahu muqrinīn, wa innā ilā rabbinā la-munqalibūn

অনুবাদ

আল্লাহর নামে। পবিত্র তিনি যিনি এটি আমাদের অধীন করেছেন, এবং আমরা কখনো আমাদের প্রচেষ্টায় এটি পেতে পারতাম না। নিশ্চয় আমরা আমাদের রবের কাছে ফিরে যাব।

আবু দাউদ, তিরমিযীভ্রমণ

সন্তানদের জন্য দোয়া

رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

প্রতিবর্ণীকরণ

Rabbi hab lī min ladunka dhurriyyatan ṭayyibah, innaka samīʿu d-duʿā'

অনুবাদ

হে আমার রব, আমাকে তোমার কাছ থেকে উত্তম সন্তান দান কর। নিশ্চয় তুমি দোয়া শ্রবণকারী।

কুরআন 3:38পরিবার

পিতামাতার জন্য দোয়া

رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

প্রতিবর্ণীকরণ

Rabbi rḥamhumā kamā rabbayānī ṣaghīrā

অনুবাদ

হে আমার রব, তাদের প্রতি দয়া কর যেমন তারা আমাকে ছোটবেলায় লালন-পালন করেছেন।

কুরআন 17:24পরিবার

খাওয়ার আগে দোয়া

بِسْمِ اللَّهِ

প্রতিবর্ণীকরণ

Bismillāh

অনুবাদ

আল্লাহর নামে।

আবু দাউদ, তিরমিযীখাবার

খাওয়ার পর দোয়া

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ

প্রতিবর্ণীকরণ

Al-ḥamdu lillāhi lladhī aṭʿamanā wa saqānā wa jaʿalanā muslimīn

অনুবাদ

সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং আমাদের মুসলমান করলেন।

আবু দাউদ, তিরমিযীখাবার

আশ্রয় প্রার্থনা

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

প্রতিবর্ণীকরণ

Aʿūdhu bi-kalimāti llāhi t-tāmmāti min sharri mā khalaq

অনুবাদ

আমি আল্লাহর পরিপূর্ণ বাণী দ্বারা তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই।

মুসলিমসুরক্ষা

উপকারী জ্ঞানের জন্য দোয়া

رَبِّ زِدْنِي عِلْمًا

প্রতিবর্ণীকরণ

Rabbi zidnī ʿilmā

অনুবাদ

হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি কর।

কুরআন 20:114জ্ঞান অর্জন

পড়াশোনার আগে দোয়া

اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا

প্রতিবর্ণীকরণ

Allāhumma infaʿnī bimā ʿallamtanī wa ʿallimnī mā yanfaʿunī wa zidnī ʿilmā

অনুবাদ

হে আল্লাহ, তুমি যা শিখিয়েছ তা দিয়ে আমাকে উপকৃত কর, এবং যা আমার উপকারে আসবে তা শেখাও, এবং আমার জ্ঞান বৃদ্ধি কর।

ইবনে মাজাহজ্ঞান অর্জন

সকালের কৃতজ্ঞতা দোয়া

اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ وَمَلَائِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ

প্রতিবর্ণীকরণ

Allāhumma innī aṣbaḥtu ush-hiduka wa ush-hidu ḥamalata ʿarshik, wa malā'ikatak, wa jamīʿa khalqik, annaka anta llāhu lā ilāha illā ant, wa anna Muḥammadan ʿabduka wa rasūluk

অনুবাদ

হে আল্লাহ, আমি সকালে পৌঁছেছি এবং তোমাকে, তোমার আরশের বাহকদের, তোমার ফেরেশতাদের এবং তোমার সকল সৃষ্টিকে সাক্ষী করছি যে তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি একক, শরীকবিহীন, এবং মুহাম্মদ তোমার বান্দা ও রাসূল।

আবু দাউদসকাল

সন্ধ্যার সুরক্ষা দোয়া

أَمْسَيْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَعَلَى كَلِمَةِ الْإِخْلَاصِ، وَعَلَى دِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ، وَعَلَى مِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ

প্রতিবর্ণীকরণ

Amsaynā ʿalā fiṭrati l-islām, wa ʿalā kalimati l-ikhlāṣ, wa ʿalā dīni nabiyyinā Muḥammad, wa ʿalā millati abīnā Ibrāhīm ḥanīfan musliman wa mā kāna min al-mushrikīn

অনুবাদ

আমরা ইসলামের স্বাভাবিক ধর্মের উপর, একনিষ্ঠতার বাণীর উপর, আমাদের নবী মুহাম্মদের দ্বীনের উপর এবং আমাদের পিতা ইবরাহীমের পথের উপর সন্ধ্যায় প্রবেশ করেছি, যিনি সত্যনিষ্ঠ মুসলিম ছিলেন এবং মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।

Musnad আহমাদসন্ধ্যা

ঘুম থেকে ওঠার দোয়া

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

প্রতিবর্ণীকরণ

Al-ḥamdu lillāhi lladhī aḥyānā baʿda mā amātanā wa ilayhi n-nushūr

অনুবাদ

সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করলেন এবং তাঁর কাছেই পুনরুত্থান।

বুখারীদৈনন্দিন

ঘুমানোর আগে দোয়া

بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا

প্রতিবর্ণীকরণ

Bismika llāhumma amūtu wa aḥyā

অনুবাদ

তোমার নামে, হে আল্লাহ, আমি মরি এবং বাঁচি।

বুখারীদৈনন্দিন

কাজ শুরু করার দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَذَا الْأَمْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ

প্রতিবর্ণীকরণ

Allāhumma innī as'aluka khayra hādhā l-amr, wa aʿūdhu bika min sharrih

অনুবাদ

হে আল্লাহ, আমি এই কাজের কল্যাণ তোমার কাছে চাই এবং এর অমঙ্গল থেকে তোমার আশ্রয় চাই।

Ibn as-Sunniদৈনন্দিন

সিজদায় দোয়া

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي

প্রতিবর্ণীকরণ

Subḥānaka llāhumma rabbanā wa bi-ḥamdik, allāhumma ghfir lī

অনুবাদ

তুমি মহিমান্বিত, হে আল্লাহ, আমাদের রব, এবং তোমার প্রশংসা। হে আল্লাহ, আমাকে ক্ষমা কর।

বুখারী, মুসলিমনামাজ

নামাজ শুরুর দোয়া

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ

প্রতিবর্ণীকরণ

Subḥānaka llāhumma wa bi-ḥamdik, wa tabāraka smuk, wa taʿālā jadduk, wa lā ilāha ghayruk

অনুবাদ

তুমি মহিমান্বিত, হে আল্লাহ, এবং তোমার প্রশংসা। তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা সুউচ্চ, এবং তুমি ছাড়া কোনো উপাস্য নেই।

আবু দাউদ, তিরমিযীনামাজ

ভ্রমণ থেকে ফেরার দোয়া

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

প্রতিবর্ণীকরণ

Āyibūna tā'ibūna ʿābidūna li-rabbinā ḥāmidūn

অনুবাদ

আমরা ফিরে আসছি, তওবা করছি, ইবাদত করছি, আমাদের রবের প্রশংসা করছি।

বুখারী, মুসলিমভ্রমণ

কুদৃষ্টি থেকে সুরক্ষার দোয়া

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

প্রতিবর্ণীকরণ

Aʿūdhu bi-kalimāti llāhi t-tāmmati min kulli shayṭānin wa hāmmah, wa min kulli ʿaynin lāmmah

অনুবাদ

আমি আল্লাহর পরিপূর্ণ বাণী দ্বারা প্রতিটি শয়তান ও ক্ষতিকর বস্তু থেকে এবং প্রতিটি কুদৃষ্টি থেকে আশ্রয় চাই।

বুখারীসুরক্ষা

সুরা ইখলাস, ফালাক ও নাস

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، اللَّهُ الصَّمَدُ، لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

প্রতিবর্ণীকরণ

Qul huwa llāhu aḥad, allāhu ṣ-ṣamad, lam yalid wa lam yūlad, wa lam yakun lahu kufuwan aḥad

অনুবাদ

বলো: তিনি আল্লাহ, এক। আল্লাহ, অমুখাপেক্ষী। তিনি জন্ম দেননি এবং জন্ম নেননি। এবং তাঁর সমতুল্য কেউ নেই।

কুরআন 112:1-4সুরক্ষা

ক্ষমা প্রার্থনা

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ

প্রতিবর্ণীকরণ

Astaghfiru llāha lladhī lā ilāha illā huwa l-ḥayyu l-qayyūm wa atūbu ilayh

অনুবাদ

আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক, এবং আমি তাঁর কাছে তওবা করি।

আবু দাউদ, তিরমিযীসুরক্ষা

সাইয়্যিদুল ইস্তিগফার

اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ

প্রতিবর্ণীকরণ

Allāhumma anta rabbī, lā ilāha illā ant, khalaqtanī wa ana ʿabduk, wa ana ʿalā ʿahdika wa waʿdika mā staṭaʿt

অনুবাদ

হে আল্লাহ, তুমি আমার রব। তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা, এবং আমি আমার সাধ্যমতো তোমার সাথে আমার অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে আছি।

বুখারীসুরক্ষা

হিদায়াতের দোয়া

اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي

প্রতিবর্ণীকরণ

Allāhumma hdinī wa saddidnī

অনুবাদ

হে আল্লাহ, আমাকে হিদায়াত দাও এবং আমাকে দৃঢ় কর।

মুসলিমসুরক্ষা

কৃতজ্ঞতার দোয়া

الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ

প্রতিবর্ণীকরণ

Al-ḥamdu lillāhi lladhī bi-niʿmatih tatimmu ṣ-ṣāliḥāt

অনুবাদ

সকল প্রশংসা আল্লাহর যার অনুগ্রহে ভালো কাজ সম্পন্ন হয়।

ইবনে মাজাহদৈনন্দিন

নিরাময়ের দোয়া

اللَّهُمَّ رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْبَاسَ، اشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

প্রতিবর্ণীকরণ

Allāhumma rabba n-nās, adh-hibi l-bās, ishfi anta sh-shāfī, lā shifā'a illā shifā'uk, shifā'an lā yughādiru saqamā

অনুবাদ

হে আল্লাহ, মানুষের রব, কষ্ট দূর কর, নিরাময় দাও। তুমি নিরাময়কারী। তোমার নিরাময় ছাড়া কোনো নিরাময় নেই, এমন নিরাময় যা কোনো রোগ রাখে না।

বুখারী, মুসলিমসুরক্ষা

উপকারী জ্ঞানের দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا

প্রতিবর্ণীকরণ

Allāhumma innī as'aluka ʿilman nāfiʿan, wa rizqan ṭayyiban, wa ʿamalan mutaqabbalan

অনুবাদ

হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান, উত্তম জীবিকা এবং গৃহীত আমল প্রার্থনা করি।

ইবনে মাজাহসকাল

সন্ধ্যায় ক্ষমা প্রার্থনার দোয়া

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ

প্রতিবর্ণীকরণ

Astaghfiru llāha lladhī lā ilāha illā huwa l-ḥayyu l-qayyūmu wa atūbu ilayh

অনুবাদ

আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি যিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, এবং আমি তাঁর কাছে তওবা করি।

আবু দাউদ, তিরমিযীসন্ধ্যা

দুর্দশাগ্রস্ত ব্যক্তি দেখার দোয়া

الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا

প্রতিবর্ণীকরণ

Al-ḥamdu lillāhi lladhī ʿāfānī mimmā btālāka bih, wa faḍḍalanī ʿalā kathīrin mimman khalaqa tafḍīlā

অনুবাদ

সকল প্রশংসা আল্লাহর যিনি আমাকে তা থেকে নিরাপদ রেখেছেন যা দিয়ে তোমাকে পরীক্ষা করেছেন এবং আমাকে তাঁর অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।

তিরমিযীদৈনন্দিন

ওযুর পর দোয়া

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

প্রতিবর্ণীকরণ

Ashhadu an lā ilāha illā llāhu waḥdahu lā sharīka lah, wa ashhadu anna muḥammadan ʿabduhu wa rasūluh

অনুবাদ

আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল।

মুসলিমনামাজ

ভ্রমণ থেকে ফেরার দোয়া

آيِبُونَ، تَائِبُونَ، عَابِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ

প্রতিবর্ণীকরণ

Ā'ibūn, tā'ibūn, ʿābidūn, li-rabbinā ḥāmidūn

অনুবাদ

আমরা ফিরে আসছি, তওবা করছি, ইবাদত করছি এবং আমাদের রবের প্রশংসা করছি।

বুখারী, মুসলিমভ্রমণ

মন্দ থেকে আশ্রয়ের দোয়া

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

প্রতিবর্ণীকরণ

Aʿūdhu bi-kalimāti llāhi t-tāmmāti min sharri mā khalaq

অনুবাদ

আমি আল্লাহর পূর্ণ বাণীসমূহে আশ্রয় চাই তাঁর সৃষ্টির মন্দ থেকে।

মুসলিমসুরক্ষা

ইফতারের দোয়া

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

প্রতিবর্ণীকরণ

Dhahaba ẓ-ẓama'u wa btallati l-ʿurūqu wa thabata l-ajru in shā'a llāh

অনুবাদ

তৃষ্ণা দূর হলো, শিরাসমূহ সিক্ত হলো এবং পুরস্কার নিশ্চিত হলো, ইনশাআল্লাহ।

আবু দাউদখাবার

ঘুম থেকে উঠার দোয়া

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

প্রতিবর্ণীকরণ

Al-ḥamdu lillāhi lladhī aḥyānā baʿda mā amātanā wa ilayhi n-nushūr

অনুবাদ

সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের মৃত করার পর জীবিত করলেন এবং তাঁর কাছেই পুনরুত্থান।

বুখারীদৈনন্দিন

ঘুমানোর দোয়া

بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا

প্রতিবর্ণীকরণ

Bismika llāhumma amūtu wa aḥyā

অনুবাদ

হে আল্লাহ, তোমার নামে আমি মরি এবং বাঁচি।

বুখারীদৈনন্দিন

সৎ সন্তানের দোয়া

رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

প্রতিবর্ণীকরণ

Rabbi hab lī min ladunka dhurriyyatan ṭayyibatan innaka samīʿu d-duʿā'

অনুবাদ

হে আমার রব, আমাকে তোমার নিকট থেকে উত্তম সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।

কুরআন 3:38পরিবার

মসজিদে প্রবেশের দোয়া

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

প্রতিবর্ণীকরণ

Allāhumma ftaḥ lī abwāba raḥmatik

অনুবাদ

হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও।

Sahih মুসলিমদৈনন্দিন

মসজিদ থেকে বের হওয়ার দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

প্রতিবর্ণীকরণ

Allāhumma innī as'aluka min faḍlik

অনুবাদ

হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার অনুগ্রহ চাই।

Sahih মুসলিমদৈনন্দিন

খাওয়ার আগের দোয়া

بِسْمِ اللَّهِ

প্রতিবর্ণীকরণ

Bismillāh

অনুবাদ

আল্লাহর নামে।

Sahih বুখারী & মুসলিমখাবার

খাওয়ার পরের দোয়া

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ

প্রতিবর্ণীকরণ

Alḥamdu lillāhi lladhī aṭʿamanī hādhā wa razaqanīhi min ghayri ḥawlin minnī wa lā quwwah

অনুবাদ

সকল প্রশংসা আল্লাহর যিনি আমাকে এটি খাওয়ালেন এবং আমার কোনো শক্তি ও সামর্থ্য ছাড়াই আমাকে জীবিকা দিলেন।

Sunan আবু দাউদখাবার

বৃষ্টির সময় দোয়া

اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا

প্রতিবর্ণীকরণ

Allāhumma ṣayyiban nāfiʿā

অনুবাদ

হে আল্লাহ, এটাকে উপকারী বৃষ্টি বানাও।

Sahih বুখারীদৈনন্দিন

আয়নায় দেখার দোয়া

اللَّهُمَّ كَمَا حَسَّنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقِي

প্রতিবর্ণীকরণ

Allāhumma kamā ḥassanta khalqī faḥassin khuluqī

অনুবাদ

হে আল্লাহ, তুমি যেমন আমার চেহারা সুন্দর করেছ, তেমনি আমার চরিত্রও সুন্দর করে দাও।

Musnad আহমাদদৈনন্দিন

নতুন কাপড় পরার দোয়া

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

প্রতিবর্ণীকরণ

Allāhumma laka l-ḥamd anta kasawtanīhi, as'aluka min khayrih wa khayri mā ṣuniʿa lah, wa aʿūdhu bika min sharrih wa sharri mā ṣuniʿa lah

অনুবাদ

হে আল্লাহ, সকল প্রশংসা তোমার। তুমি আমাকে এটি পরিয়েছ। আমি তোমার কাছে এর কল্যাণ ও যে উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে তার কল্যাণ চাই, এবং আমি তোমার কাছে এর অকল্যাণ ও যে উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে তার অকল্যাণ থেকে আশ্রয় চাই।

Sunan আবু দাউদদৈনন্দিন

উপকারী জ্ঞানের দোয়া

اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا

প্রতিবর্ণীকরণ

Allāhumma nfaʿnī bimā ʿallamtanī wa ʿallimnī mā yanfaʿunī wa zidnī ʿilmā

অনুবাদ

হে আল্লাহ, তুমি আমাকে যা শিখিয়েছ তা দ্বারা আমাকে উপকৃত করো, আমাকে এমন জ্ঞান শেখাও যা আমার উপকারে আসবে এবং আমার জ্ঞান বৃদ্ধি করো।

Sunan ইবনে মাজাহজ্ঞান অর্জন

ঋণ থেকে সুরক্ষার দোয়া

اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

প্রতিবর্ণীকরণ

Allāhumma kfinī biḥalālika ʿan ḥarāmik wa aghninī bifaḍlika ʿamman siwāk

অনুবাদ

হে আল্লাহ, তোমার হালাল দিয়ে আমাকে তোমার হারাম থেকে রক্ষা করো এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে তুমি ছাড়া অন্য সকলের থেকে অমুখাপেক্ষী করো।

Jami at-তিরমিযীসুরক্ষা

পিতামাতার জন্য দোয়া

رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

প্রতিবর্ণীকরণ

Rabbi rḥamhumā kamā rabba yānī ṣaghīrā

অনুবাদ

হে আমার রব, তাদের প্রতি দয়া করো যেমন তারা আমার শৈশবে আমাকে লালন পালন করেছেন।

কুরআন 17:24পরিবার

রাগের সময় দোয়া

أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

প্রতিবর্ণীকরণ

Aʿūdhu billāhi mina sh-shayṭāni r-rajīm

অনুবাদ

আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।

Sahih বুখারী & মুসলিমদৈনন্দিন

জাহান্নামের আগুন থেকে সুরক্ষার দোয়া

اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ

প্রতিবর্ণীকরণ

Allāhumma ajirnī mina n-nār

অনুবাদ

হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো।

Sahih মুসলিমসুরক্ষা

ইস্তিখারার দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ

প্রতিবর্ণীকরণ

Allāhumma innī astakhīruka biʿilmik, wa astaqdiruka biqudratik, wa as'aluka min faḍlika l-ʿaẓīm

অনুবাদ

হে আল্লাহ, আমি তোমার জ্ঞান দ্বারা কল্যাণ চাই, তোমার ক্ষমতা দ্বারা শক্তি চাই এবং তোমার মহান অনুগ্রহ থেকে প্রার্থনা করি।

Sahih বুখারীনামাজ

ক্ষমা প্রার্থনার দোয়া

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ

প্রতিবর্ণীকরণ

Astaghfiru llāha lladhī lā ilāha illā huwa l-ḥayyu l-qayyūmu wa atūbu ilayh

অনুবাদ

আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব, সর্বসংরক্ষক, এবং আমি তাঁর কাছে তওবা করি।

Sunan আবু দাউদদৈনন্দিন

শ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনা

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ

প্রতিবর্ণীকরণ

Allāhumma anta rabbī lā ilāha illā anta khalaqtanī wa ana ʿabduk, wa ana ʿalā ʿahdika wa waʿdika mā staṭaʿt

অনুবাদ

হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার প্রতিশ্রুতি ও অঙ্গীকার পালন করছি।

Sahih বুখারীসকাল

সন্ধ্যার সুরক্ষা যিকির

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

প্রতিবর্ণীকরণ

Aʿūdhu bikalimāti llāhi t-tāmmāti min sharri mā khalaq

অনুবাদ

আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই।

Sahih মুসলিমসন্ধ্যা

মৃতের জন্য দোয়া

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ

প্রতিবর্ণীকরণ

Allāhumma ghfir lahu warḥamhu wa ʿāfihi waʿfu ʿanh

অনুবাদ

হে আল্লাহ, তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, তাকে সুস্থতা দাও এবং তাকে মাফ করো।

Sahih মুসলিমদৈনন্দিন

বাজারে প্রবেশের দোয়া

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

প্রতিবর্ণীকরণ

Lā ilāha illā llāhu waḥdahu lā sharīka lah, lahu l-mulku wa lahu l-ḥamd, yuḥyī wa yumīt wa huwa ḥayyun lā yamūt, biyadihi l-khayr wa huwa ʿalā kulli shay'in qadīr

অনুবাদ

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। সকল রাজত্ব তাঁর এবং সকল প্রশংসা তাঁর। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, তিনি চিরঞ্জীব এবং মৃত্যুবরণ করেন না। তাঁর হাতে সকল কল্যাণ এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।

Jami at-তিরমিযীদৈনন্দিন

দুশ্চিন্তা ও দুঃখ থেকে সুরক্ষার দোয়া

اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ نَاصِيَتِي بِيَدِكَ مَاضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ

প্রতিবর্ণীকরণ

Allāhumma innī ʿabduk, ibnu ʿabdik, ibnu amatik, nāṣiyatī biyadik, māḍin fiyya ḥukmuk, ʿadlun fiyya qaḍā'uk, as'aluka bikulli smin huwa lak

অনুবাদ

হে আল্লাহ, আমি তোমার দাস, তোমার দাসের পুত্র, তোমার দাসীর পুত্র। আমার ললাট তোমার হাতে, তোমার হুকুম আমার উপর কার্যকর, তোমার ফয়সালা আমার জন্য ন্যায়সঙ্গত। আমি তোমার কাছে তোমার প্রতিটি নাম দিয়ে প্রার্থনা করি।

Musnad আহমাদসুরক্ষা

ঘুমানোর আগের দোয়া

بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا

প্রতিবর্ণীকরণ

Bismika llāhumma amūtu wa aḥyā

অনুবাদ

হে আল্লাহ, তোমার নামে আমি মরি এবং বাঁচি।

Sahih বুখারীদৈনন্দিন
দোয়া সংগ্রহ - বায়্যিনাত | Bayynaat