ঈমান
كُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ
অনুবাদ
প্রতিটি নতুন সৃষ্টি পথভ্রষ্টতা এবং প্রতিটি পথভ্রষ্টতা জাহান্নামে।
বর্ণনাকারী
জাবির ইবনে আবদুল্লাহ
উৎস
সহীহ মুসলিম
মুসলিম 867
كُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ
প্রতিটি নতুন সৃষ্টি পথভ্রষ্টতা এবং প্রতিটি পথভ্রষ্টতা জাহান্নামে।
জাবির ইবনে আবদুল্লাহ
সহীহ মুসলিম
মুসলিম 867
ঈমানের সত্তরটি বা ষাটটিরও অধিক শাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই) বলা এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর লজ্জাশীলতাও ঈমানের একটি শাখা।
আবু হুরাইরা - সহীহ মুসলিম
যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।
আবু হুরাইরা - সহীহ বুখারী ও মুসলিম
তোমাদের কেউ সত্যিকার ঈমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি প্রিয় হই।
আনাস ইবনে মালিক - সহীহ বুখারী ও মুসলিম