সংকলনে ফিরে যান

দয়া

26 হাদিস

الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ، ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ

যারা দয়া করে, পরম দয়াময় তাদের প্রতি দয়া করেন। পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।

Abdullah ibn AmrSunan Abu Dawud & Tirmidhi

مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ

যে দয়া করে না, তার প্রতি দয়া করা হবে না।

Jarir ibn AbdullahSahih Bukhari & Muslim

فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ

প্রতিটি জীবন্ত প্রাণীতে পুরস্কার আছে।

Abu HurairahSahih Bukhari & Muslim

مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ

যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন। যে কোনো মুসলিমের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিনের কষ্টগুলি থেকে একটি কষ্ট তার থেকে দূর করবেন।

Ibn UmarSahih Bukhari & Muslim

ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ

পৃথিবীর মানুষের প্রতি দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।

Abdullah ibn AmrSunan Abu Dawud

مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى

মুমিনদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির উদাহরণ একটি দেহের মতো। যখন কোনো অঙ্গ ব্যথা পায়, পুরো দেহ নিদ্রাহীনতা ও জ্বর দিয়ে সাড়া দেয়।

An-Numan ibn BashirSahih Bukhari & Muslim

مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ

যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হবে না।

Abu HurairahSahih Bukhari & Muslim

الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ، ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ

যারা দয়াশীল তাদের প্রতি পরম দয়ালু আল্লাহ দয়া করেন। পৃথিবীর প্রাণীদের প্রতি দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।

Abdullah ibn AmrSunan al-Tirmidhi

لَا تَحَاسَدُوا، وَلَا تَنَاجَشُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَدَابَرُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا

পরস্পর হিংসা করো না, কৃত্রিমভাবে দাম বাড়িয়ো না, পরস্পর ঘৃণা করো না, একে অপর থেকে মুখ ফিরিয়ে নিও না এবং আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো।

Anas ibn MalikSahih Bukhari & Muslim

مَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ

যে ব্যক্তি ক্ষমা করে এবং মীমাংসা করে, তার পুরস্কার আল্লাহর কাছে।

Abdullah ibn AmrQuran 42:40

مَنْ كَفَلَ يَتِيمًا لَهُ أَوْ لِغَيْرِهِ فَأَنَا وَهُوَ كَهَاتَيْنِ فِي الْجَنَّةِ

যে ব্যক্তি একটি এতিমের দায়িত্ব নেয়, নিজের জন্য হোক বা অন্যের জন্য, সে এবং আমি জান্নাতে এই দুইটির মতো হব - এবং তিনি তাঁর তর্জনী এবং মধ্যমা আঙুল দিয়ে ইশারা করলেন।

Abu HurairahMusnad Ahmad

أَطْعِمُوا الطَّعَامَ، وَأَفْشُوا السَّلَامَ، وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ، تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ

মানুষকে খাবার খাওয়াও, শান্তির সালাম ছড়িয়ে দাও এবং রাতে নামাজ পড় যখন মানুষ ঘুমিয়ে থাকে, তাহলে তুমি শান্তিতে জান্নাতে প্রবেশ করবে।

Abdullah ibn SalamSunan al-Tirmidhi

لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الْحِكْمَةَ فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا

হিংসা শুধুমাত্র দুটি ক্ষেত্রে বৈধ: এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সে তা সত্যের পথে ব্যয় করে, এবং এমন ব্যক্তি যাকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন এবং সে তা দিয়ে বিচার করে এবং শিক্ষা দেয়।

Abdullah ibn MasudSahih Bukhari

إِصْلَاحُ ذَاتِ الْبَيْنِ أَفْضَلُ مِنْ عَامَّةِ الصَّلَاةِ وَالصِّيَامِ وَالصَّدَقَةِ

মানুষের মধ্যে শান্তি স্থাপন করা অনেক নামাজ, রোজা এবং দান থেকে উত্তম।

Abu DardaSunan Abu Dawud

مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন।

Abu HurairahSahih Muslim

خَيْرُ الْمَجَالِسِ مَا اسْتُقْبِلَ بِهِ الْقِبْلَةُ

সর্বোত্তম মজলিস হলো যা কিবলার দিকে মুখ করে বসে।

Abu HurairahMusnad Ahmad

مَنْ دَعَا لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ: وَلَكَ بِمِثْلٍ

যে তার ভাইয়ের জন্য অনুপস্থিতিতে দোয়া করে, ফেরেশতা বলেন: তোমার জন্যও অনুরূপ।

Abu DardaSahih Muslim

تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ صَدَقَةٌ

তোমার ভাইয়ের মুখে তোমার হাসি দান।

Abu DharrSunan al-Tirmidhi

النَّصِيحَةُ حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ

আন্তরিক উপদেশ একজন মুসলিমের অন্য মুসলিমের উপর অধিকার।

Tamim al-DariSahih Muslim

مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ

যে ব্যক্তি একজন মুমিনের দুনিয়ার কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।

Abu HurairahSahih Muslim

لَيْسَ الْمُؤْمِنُ بِالَّذِي يَشْبَعُ وَجَارُهُ جَائِعٌ

মুমিন সে নয় যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।

Anas ibn MalikAl-Adab al-Mufrad (Bukhari)

مَا نَقَصَ مَالٌ مِنْ صَدَقَةٍ

দান করলে সম্পদ কমে না।

Abu HurairahSahih Muslim

يَا غُلَامُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ

হে বালক, আল্লাহর নাম নাও, তোমার ডান হাত দিয়ে খাও, এবং তোমার কাছ থেকে খাও।

Umar ibn Abi SalamahSahih Bukhari & Muslim

لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ

কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না, এমনকি তোমার ভাইয়ের সাথে হাসিমুখে দেখা করাও।

Abu DharrSahih Muslim

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ

যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে।

Abu HurairahSahih Bukhari & Muslim

الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ، ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ

যারা দয়া করে, পরম দয়াময় তাদের প্রতি দয়া করবেন। পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।

Abdullah ibn AmrSunan Abu Dawud & Tirmidhi

অন্যান্য বিভাগ

হাদিস সংকলন সম্পর্কে দয়া | 26 হাদিস | Bayynaat | Bayynaat