দয়া
26 হাদিস
الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ، ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ
যারা দয়া করে, পরম দয়াময় তাদের প্রতি দয়া করেন। পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।
مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ
যে দয়া করে না, তার প্রতি দয়া করা হবে না।
فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ
প্রতিটি জীবন্ত প্রাণীতে পুরস্কার আছে।
مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ
যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন। যে কোনো মুসলিমের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিনের কষ্টগুলি থেকে একটি কষ্ট তার থেকে দূর করবেন।
ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ
পৃথিবীর মানুষের প্রতি দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।
مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى
মুমিনদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির উদাহরণ একটি দেহের মতো। যখন কোনো অঙ্গ ব্যথা পায়, পুরো দেহ নিদ্রাহীনতা ও জ্বর দিয়ে সাড়া দেয়।
مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ
যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হবে না।
الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ، ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ
যারা দয়াশীল তাদের প্রতি পরম দয়ালু আল্লাহ দয়া করেন। পৃথিবীর প্রাণীদের প্রতি দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।
لَا تَحَاسَدُوا، وَلَا تَنَاجَشُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَدَابَرُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا
পরস্পর হিংসা করো না, কৃত্রিমভাবে দাম বাড়িয়ো না, পরস্পর ঘৃণা করো না, একে অপর থেকে মুখ ফিরিয়ে নিও না এবং আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো।
مَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ
যে ব্যক্তি ক্ষমা করে এবং মীমাংসা করে, তার পুরস্কার আল্লাহর কাছে।
مَنْ كَفَلَ يَتِيمًا لَهُ أَوْ لِغَيْرِهِ فَأَنَا وَهُوَ كَهَاتَيْنِ فِي الْجَنَّةِ
যে ব্যক্তি একটি এতিমের দায়িত্ব নেয়, নিজের জন্য হোক বা অন্যের জন্য, সে এবং আমি জান্নাতে এই দুইটির মতো হব - এবং তিনি তাঁর তর্জনী এবং মধ্যমা আঙুল দিয়ে ইশারা করলেন।
أَطْعِمُوا الطَّعَامَ، وَأَفْشُوا السَّلَامَ، وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ، تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ
মানুষকে খাবার খাওয়াও, শান্তির সালাম ছড়িয়ে দাও এবং রাতে নামাজ পড় যখন মানুষ ঘুমিয়ে থাকে, তাহলে তুমি শান্তিতে জান্নাতে প্রবেশ করবে।
لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الْحِكْمَةَ فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا
হিংসা শুধুমাত্র দুটি ক্ষেত্রে বৈধ: এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সে তা সত্যের পথে ব্যয় করে, এবং এমন ব্যক্তি যাকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন এবং সে তা দিয়ে বিচার করে এবং শিক্ষা দেয়।
إِصْلَاحُ ذَاتِ الْبَيْنِ أَفْضَلُ مِنْ عَامَّةِ الصَّلَاةِ وَالصِّيَامِ وَالصَّدَقَةِ
মানুষের মধ্যে শান্তি স্থাপন করা অনেক নামাজ, রোজা এবং দান থেকে উত্তম।
مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন।
خَيْرُ الْمَجَالِسِ مَا اسْتُقْبِلَ بِهِ الْقِبْلَةُ
সর্বোত্তম মজলিস হলো যা কিবলার দিকে মুখ করে বসে।
مَنْ دَعَا لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ: وَلَكَ بِمِثْلٍ
যে তার ভাইয়ের জন্য অনুপস্থিতিতে দোয়া করে, ফেরেশতা বলেন: তোমার জন্যও অনুরূপ।
تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ صَدَقَةٌ
তোমার ভাইয়ের মুখে তোমার হাসি দান।
النَّصِيحَةُ حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ
আন্তরিক উপদেশ একজন মুসলিমের অন্য মুসলিমের উপর অধিকার।
مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ
যে ব্যক্তি একজন মুমিনের দুনিয়ার কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।
لَيْسَ الْمُؤْمِنُ بِالَّذِي يَشْبَعُ وَجَارُهُ جَائِعٌ
মুমিন সে নয় যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।
مَا نَقَصَ مَالٌ مِنْ صَدَقَةٍ
দান করলে সম্পদ কমে না।
يَا غُلَامُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ
হে বালক, আল্লাহর নাম নাও, তোমার ডান হাত দিয়ে খাও, এবং তোমার কাছ থেকে খাও।
لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ
কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না, এমনকি তোমার ভাইয়ের সাথে হাসিমুখে দেখা করাও।
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ
যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে।
الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ، ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ
যারা দয়া করে, পরম দয়াময় তাদের প্রতি দয়া করবেন। পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।

