দয়া
يَا غُلَامُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ
অনুবাদ
হে বালক, আল্লাহর নাম নাও, তোমার ডান হাত দিয়ে খাও, এবং তোমার কাছ থেকে খাও।
বর্ণনাকারী
উমর ইবনে আবি সালামা
উৎস
সহীহ বুখারী ও মুসলিম
বুখারী 5376, মুসলিম 2022
يَا غُلَامُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ
হে বালক, আল্লাহর নাম নাও, তোমার ডান হাত দিয়ে খাও, এবং তোমার কাছ থেকে খাও।
উমর ইবনে আবি সালামা
সহীহ বুখারী ও মুসলিম
বুখারী 5376, মুসলিম 2022
যারা দয়া করে, পরম দয়াময় তাদের প্রতি দয়া করেন। পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।
আবদুল্লাহ ইবনে আমর - সুনান আবু দাউদ ও তিরমিযী
যে দয়া করে না, তার প্রতি দয়া করা হবে না।
জারির ইবনে আবদুল্লাহ - সহীহ বুখারী ও মুসলিম
প্রতিটি জীবন্ত প্রাণীতে পুরস্কার আছে।
আবু হুরাইরা - সহীহ বুখারী ও মুসলিম