ধৈর্য
14 হাদিস
مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ
কোনো মুসলিমের ক্লান্তি, রোগ, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট বা পেরেশানি আসে, এমনকি একটি কাঁটা ফুটলেও, আল্লাহ তার দ্বারা তার কিছু গুনাহ মাফ করে দেন।
عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
মুমিনের ব্যাপার আশ্চর্যজনক! নিশ্চয়ই তার সকল বিষয় কল্যাণকর এবং এটি মুমিন ছাড়া কারও জন্য নয়। যদি তার কোনো সুখ আসে, সে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এটি তার জন্য কল্যাণকর। আর যদি দুঃখ আসে, সে ধৈর্য ধারণ করে এবং এটিও তার জন্য কল্যাণকর।
وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ، وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ
যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করে, আল্লাহ তাকে ধৈর্যশীল করেন। কাউকে ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক উপহার দেওয়া হয়নি।
إِنَّ اللَّهَ قَالَ: إِذَا ابْتَلَيْتُ عَبْدِي بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ، عَوَّضْتُهُ مِنْهُمَا الْجَنَّةَ
নিশ্চয়ই আল্লাহ বলেছেন: যখন আমি আমার বান্দাকে তার দুটি প্রিয় জিনিসে (তার চোখে) পরীক্ষা করি এবং সে ধৈর্য ধারণ করে, আমি তাকে এর বিনিময়ে জান্নাত দিই।
مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ
কোনো মুসলমানের ক্লান্তি, রোগ, দুঃখ, শোক, কষ্ট বা দুশ্চিন্তা এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ এর বিনিময়ে তার কিছু পাপ ক্ষমা করে দেন।
عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
মুমিনের ব্যাপারটি কত আশ্চর্যজনক! তার সব বিষয়ই কল্যাণকর এবং এটি মুমিন ছাড়া আর কারো জন্য নয়। যদি তার কোনো ভালো কিছু ঘটে, সে কৃতজ্ঞ হয় এবং এটি তার জন্য ভালো। আর যদি কোনো খারাপ কিছু ঘটে, সে ধৈর্য ধরে এবং এটিও তার জন্য ভালো।
عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
মুমিনের ব্যাপারটি কত আশ্চর্যজনক! তার সকল বিষয়ই কল্যাণকর, এটি মুমিন ছাড়া অন্য কারো জন্য নয়। যদি তার কাছে কোনো সুসংবাদ আসে তবে সে কৃতজ্ঞ হয় এবং তা তার জন্য ভালো। আর যদি কোনো বিপদ আসে তবে সে ধৈর্য ধরে এবং তাও তার জন্য ভালো।
مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حَزَنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ
কোনো মুসলিমের উপর কষ্ট, রোগ, উদ্বেগ, দুঃখ, কষ্ট বা বিষাদ আপতিত হয়, এমনকি কাঁটাও ফোটে, আল্লাহ এর দ্বারা তার পাপগুলি মুছে দেন।
عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
মুমিনের বিষয়টি কতই না বিস্ময়কর! তার সমস্ত বিষয় ভালো। এটি মুমিন ছাড়া আর কারও জন্য নয়। যদি তার কোনো ভালো কিছু ঘটে, সে কৃতজ্ঞ হয় এবং এটি তার জন্য ভালো। আর যদি কোনো খারাপ কিছু ঘটে, সে ধৈর্য ধারণ করে এবং এটিও তার জন্য ভালো।
إِنَّ الْعَبْدَ إِذَا سَبَقَتْ لَهُ مِنَ اللَّهِ مَنْزِلَةٌ لَمْ يَبْلُغْهَا بِعَمَلِهِ ابْتَلَاهُ اللَّهُ فِي جَسَدِهِ أَوْ فِي مَالِهِ أَوْ فِي وَلَدِهِ
যখন আল্লাহ কোনো বান্দার জন্য এমন মর্যাদা নির্ধারণ করেন যা সে তার আমল দ্বারা অর্জন করতে পারেনি, তখন আল্লাহ তাকে শরীর, সম্পদ বা সন্তানে পরীক্ষা করেন।
الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ
পবিত্রতা ঈমানের অর্ধেক।
مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ
কোনো ক্লান্তি, রোগ, চিন্তা, দুঃখ, কষ্ট বা বেদনা মুসলমানকে আক্রান্ত করে, এমনকি একটি কাঁটাও ফোটে, তবে আল্লাহ এর দ্বারা তার পাপ মোচন করেন।
عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
মুমিনের ব্যাপার কতই না বিস্ময়কর! তার সকল কাজই কল্যাণকর। এটি মুমিন ছাড়া আর কারও জন্য নয়। যদি তার কোনো ভালো ঘটে, সে কৃতজ্ঞ হয় এবং এটি তার জন্য ভালো। আর যদি তার কোনো খারাপ ঘটে, সে ধৈর্য ধরে এবং এটি তার জন্য ভালো।
إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى
প্রকৃত ধৈর্য হলো বিপদের প্রথম আঘাতে।

