সংকলনে ফিরে যান

ধৈর্য

14 হাদিস

مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ

কোনো মুসলিমের ক্লান্তি, রোগ, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট বা পেরেশানি আসে, এমনকি একটি কাঁটা ফুটলেও, আল্লাহ তার দ্বারা তার কিছু গুনাহ মাফ করে দেন।

Abu Said & Abu HurairahSahih Bukhari & Muslim

عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ

মুমিনের ব্যাপার আশ্চর্যজনক! নিশ্চয়ই তার সকল বিষয় কল্যাণকর এবং এটি মুমিন ছাড়া কারও জন্য নয়। যদি তার কোনো সুখ আসে, সে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এটি তার জন্য কল্যাণকর। আর যদি দুঃখ আসে, সে ধৈর্য ধারণ করে এবং এটিও তার জন্য কল্যাণকর।

SuhaibSahih Muslim

وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ، وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ

যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করে, আল্লাহ তাকে ধৈর্যশীল করেন। কাউকে ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক উপহার দেওয়া হয়নি।

Abu Said al-KhudriSahih Bukhari & Muslim

إِنَّ اللَّهَ قَالَ: إِذَا ابْتَلَيْتُ عَبْدِي بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ، عَوَّضْتُهُ مِنْهُمَا الْجَنَّةَ

নিশ্চয়ই আল্লাহ বলেছেন: যখন আমি আমার বান্দাকে তার দুটি প্রিয় জিনিসে (তার চোখে) পরীক্ষা করি এবং সে ধৈর্য ধারণ করে, আমি তাকে এর বিনিময়ে জান্নাত দিই।

Anas ibn MalikSahih Bukhari

مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ

কোনো মুসলমানের ক্লান্তি, রোগ, দুঃখ, শোক, কষ্ট বা দুশ্চিন্তা এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ এর বিনিময়ে তার কিছু পাপ ক্ষমা করে দেন।

Abu Said al-Khudri & Abu HurairahSahih Bukhari & Muslim

عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ

মুমিনের ব্যাপারটি কত আশ্চর্যজনক! তার সব বিষয়ই কল্যাণকর এবং এটি মুমিন ছাড়া আর কারো জন্য নয়। যদি তার কোনো ভালো কিছু ঘটে, সে কৃতজ্ঞ হয় এবং এটি তার জন্য ভালো। আর যদি কোনো খারাপ কিছু ঘটে, সে ধৈর্য ধরে এবং এটিও তার জন্য ভালো।

SuhaibSahih Muslim

عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ

মুমিনের ব্যাপারটি কত আশ্চর্যজনক! তার সকল বিষয়ই কল্যাণকর, এটি মুমিন ছাড়া অন্য কারো জন্য নয়। যদি তার কাছে কোনো সুসংবাদ আসে তবে সে কৃতজ্ঞ হয় এবং তা তার জন্য ভালো। আর যদি কোনো বিপদ আসে তবে সে ধৈর্য ধরে এবং তাও তার জন্য ভালো।

SuhaibSahih Muslim

مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حَزَنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ

কোনো মুসলিমের উপর কষ্ট, রোগ, উদ্বেগ, দুঃখ, কষ্ট বা বিষাদ আপতিত হয়, এমনকি কাঁটাও ফোটে, আল্লাহ এর দ্বারা তার পাপগুলি মুছে দেন।

Abu Said & Abu HurairahSahih Bukhari & Muslim

عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ

মুমিনের বিষয়টি কতই না বিস্ময়কর! তার সমস্ত বিষয় ভালো। এটি মুমিন ছাড়া আর কারও জন্য নয়। যদি তার কোনো ভালো কিছু ঘটে, সে কৃতজ্ঞ হয় এবং এটি তার জন্য ভালো। আর যদি কোনো খারাপ কিছু ঘটে, সে ধৈর্য ধারণ করে এবং এটিও তার জন্য ভালো।

SuhaybSahih Muslim

إِنَّ الْعَبْدَ إِذَا سَبَقَتْ لَهُ مِنَ اللَّهِ مَنْزِلَةٌ لَمْ يَبْلُغْهَا بِعَمَلِهِ ابْتَلَاهُ اللَّهُ فِي جَسَدِهِ أَوْ فِي مَالِهِ أَوْ فِي وَلَدِهِ

যখন আল্লাহ কোনো বান্দার জন্য এমন মর্যাদা নির্ধারণ করেন যা সে তার আমল দ্বারা অর্জন করতে পারেনি, তখন আল্লাহ তাকে শরীর, সম্পদ বা সন্তানে পরীক্ষা করেন।

Abu HurairahSunan Abu Dawud

الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ

পবিত্রতা ঈমানের অর্ধেক।

Abu Malik al-AshariSahih Muslim

مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ

কোনো ক্লান্তি, রোগ, চিন্তা, দুঃখ, কষ্ট বা বেদনা মুসলমানকে আক্রান্ত করে, এমনকি একটি কাঁটাও ফোটে, তবে আল্লাহ এর দ্বারা তার পাপ মোচন করেন।

Abu Said & Abu HurairahSahih Bukhari & Muslim

عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ

মুমিনের ব্যাপার কতই না বিস্ময়কর! তার সকল কাজই কল্যাণকর। এটি মুমিন ছাড়া আর কারও জন্য নয়। যদি তার কোনো ভালো ঘটে, সে কৃতজ্ঞ হয় এবং এটি তার জন্য ভালো। আর যদি তার কোনো খারাপ ঘটে, সে ধৈর্য ধরে এবং এটি তার জন্য ভালো।

Suhayb ibn SinanSahih Muslim

إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى

প্রকৃত ধৈর্য হলো বিপদের প্রথম আঘাতে।

Anas ibn MalikSahih Bukhari & Muslim

অন্যান্য বিভাগ

হাদিস সংকলন সম্পর্কে ধৈর্য | 14 হাদিস | Bayynaat | Bayynaat