وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ، وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ
অনুবাদ
যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করে, আল্লাহ তাকে ধৈর্যশীল করেন। কাউকে ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক উপহার দেওয়া হয়নি।
বর্ণনাকারী
আবু সাঈদ আল-খুদরী
উৎস
সহীহ বুখারী ও মুসলিম
বুখারী 1469, মুসলিম 1053

