হাদিস সংগ্রহ

প্রামাণিক নবী ঐতিহ্যের সংগ্রহ

عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ. قَالُوا: فَإِنْ لَمْ يَجِدْ؟ قَالَ: فَلْيَعْمَلْ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ. قَالُوا: فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَيُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ. قَالُوا: فَإِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَلْيَأْمُرْ بِالْمَعْرُوفِ أَوْ الْخَيْرِ. قَالَ: فَإِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَلْيُمْسِكْ عَنِ الشَّرِّ فَإِنَّهَا صَدَقَةٌ

প্রতিটি মুসলিমের জন্য দান করা আবশ্যক। তারা বলল: যদি সে না পায়? তিনি বললেন: সে তার হাত দিয়ে কাজ করুক, নিজেকে উপকৃত করুক এবং দান করুক। তারা বলল: যদি সে না পারে বা না করে? তিনি বললেন: সে অভাবী ও কষ্টে থাকা মানুষকে সাহায্য করুক। তারা বলল: যদি না করে? তিনি বললেন: সে ভালো বা সৎ কাজের আদেশ দিক। তিনি বললেন: যদি না করে? তিনি বললেন: সে মন্দ থেকে বিরত থাকুক, কারণ এটাও দান।

আবু মূসা আল-আশআরীসহীহ বুখারী ও মুসলিমদান
দেখানো হচ্ছে 21-40 এর মধ্যে 209
হাদিস সংগ্রহ - বায়্যিনাত - Page 2 | Bayynaat