مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ
অনুবাদ
যে ব্যক্তি দিনে একশত বার বলবে: আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই সার্বভৌমত্ব এবং তাঁর জন্যই সমস্ত প্রশংসা, এবং তিনি সকল কিছুর উপর সর্বশক্তিমান, তা দশটি ক্রীতদাস মুক্ত করার সমান হবে।
বর্ণনাকারী
আবু হুরাইরা
উৎস
সহীহ বুখারী ও মুসলিম
বুখারী 3293, মুসলিম 2691

