ঈমান
خَيْرُ الزَّادِ التَّقْوَى
অনুবাদ
সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া।
বর্ণনাকারী
ইবনে আব্বাস
উৎস
আল-কুরআন
কুরআন 2:197
خَيْرُ الزَّادِ التَّقْوَى
সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া।
ইবনে আব্বাস
আল-কুরআন
কুরআন 2:197
ঈমানের সত্তরটি বা ষাটটিরও অধিক শাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই) বলা এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর লজ্জাশীলতাও ঈমানের একটি শাখা।
আবু হুরাইরা - সহীহ মুসলিম
যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।
আবু হুরাইরা - সহীহ বুখারী ও মুসলিম
তোমাদের কেউ সত্যিকার ঈমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি প্রিয় হই।
আনাস ইবনে মালিক - সহীহ বুখারী ও মুসলিম