নামাজ
الِاعْتِكَافُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
অনুবাদ
নবী (সা.) রমজানের শেষ দশ দিনে ইতিকাফ পালন করতেন।
বর্ণনাকারী
আয়েশা
উৎস
সহীহ বুখারী
বুখারী 2026
الِاعْتِكَافُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
নবী (সা.) রমজানের শেষ দশ দিনে ইতিকাফ পালন করতেন।
আয়েশা
সহীহ বুখারী
বুখারী 2026
নামাজ হলো আলো, দান হলো প্রমাণ, এবং ধৈর্য হলো উজ্জ্বলতা।
আবু মালিক আল-আশআরী - সহীহ মুসলিম
কিয়ামতের দিনে বান্দার কাছে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি তা ঠিক হয়, তবে সে সফল ও কৃতকার্য হয়েছে। আর যদি তা নষ্ট হয়, তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবু হুরাইরা - সুনান আত-তিরমিযী
তোমরা নামাজ পড় যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ।
মালিক ইবনে হুয়াইরিস - সহীহ বুখারী