নামাজ
أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ الصَّلَاةُ، فَإِنْ صَلَحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ، وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ
অনুবাদ
কিয়ামতের দিনে বান্দার কাছে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি তা ঠিক হয়, তবে সে সফল ও কৃতকার্য হয়েছে। আর যদি তা নষ্ট হয়, তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্ণনাকারী
আবু হুরাইরা
উৎস
সুনান আত-তিরমিযী
তিরমিযী 413

