সংকলনে ফিরে যান
নামাজ

مَنْ قَالَ دُبُرَ كُلِّ صَلَاةٍ: سُبْحَانَ اللَّهِ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَالْحَمْدُ لِلَّهِ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَاللَّهُ أَكْبَرُ ثَلَاثًا وَثَلَاثِينَ، فَتِلْكَ تِسْعَةٌ وَتِسْعُونَ، وَقَالَ تَمَامَ الْمِائَةِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، غُفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ

অনুবাদ

যে ব্যক্তি প্রতি নামাজের পরে বলে: সুবহানাল্লাহ (৩৩ বার), আলহামদুলিল্লাহ (৩৩ বার), আল্লাহু আকবার (৩৩ বার), যা নিরানব্বই হয়, এবং একশ পূর্ণ করতে বলে: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির - তার পাপগুলি ক্ষমা করা হবে যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়।

বর্ণনাকারী

আবু হুরাইরা

উৎস

সহীহ মুসলিম

মুসলিম 597

সম্পর্কিত হাদিস

হাদিস - নামাজ | Abu Hurairah | Sahih Muslim | Bayynaat