مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حَزَنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ
কোনো মুসলিমের উপর কষ্ট, রোগ, উদ্বেগ, দুঃখ, কষ্ট বা বিষাদ আপতিত হয়, এমনকি কাঁটাও ফোটে, আল্লাহ এর দ্বারা তার পাপগুলি মুছে দেন।
আবু সাঈদ ও আবু হুরাইরা•সহীহ বুখারী ও মুসলিম•ধৈর্য