সংকলনে ফিরে যান
দান

سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ... وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ

অনুবাদ

সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাঁর ছায়ায় স্থান দেবেন সেদিন যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না... এবং এমন ব্যক্তি যে দান করে এবং তা এমনভাবে গোপন রাখে যে তার বাম হাত জানে না তার ডান হাত কী ব্যয় করেছে।

বর্ণনাকারী

আবু হুরাইরা

উৎস

সহীহ বুখারী ও মুসলিম

বুখারী 660, মুসলিম 1031

সম্পর্কিত হাদিস

হাদিস - দান | Abu Hurairah | Sahih Bukhari & Muslim | Bayynaat