কুরআন এবং সুন্নাহ থেকে দৈনন্দিন প্রার্থনার সংগ্রহ
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
আমাদের সরল পথে পরিচালিত করুন।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جُبِلَتْ عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جُبِلَتْ عَلَيْهِ
হে আল্লাহ, আমি তোমার কাছে তার ভালো এবং তার স্বভাবের ভালো চাই, এবং তার মন্দ এবং তার স্বভাবের মন্দ থেকে তোমার কাছে আশ্রয় চাই।
أَعِيذُكَ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
আমি তোমাকে আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে প্রতিটি শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে এবং প্রতিটি কুদৃষ্টি থেকে আশ্রয় দিচ্ছি।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
হে আল্লাহ, আমি তোমার কাছে উত্তম প্রবেশ এবং উত্তম বের হওয়া চাই। আল্লাহর নামে আমরা প্রবেश করলাম, আল্লাহর নামে আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করলাম।
اللَّهُمَّ ارْزُقْنِي تِلَاوَتَهُ آنَاءَ اللَّيْلِ وَأَطْرَافَ النَّهَارِ، وَاجْعَلْهُ لِي حُجَّةً يَا رَبَّ الْعَالَمِينَ
হে আল্লাহ, আমাকে রাতের সময় এবং দিনের প্রান্তে এর তিলাওয়াত করার তাওফিক দাও এবং এটিকে আমার জন্য প্রমাণ বানাও, হে বিশ্বজগতের রব।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, এবং ঋণের বোঝা ও মানুষের প্রভাব থেকে।
اللَّهُمَّ زَيِّنِّي بِزِينَةِ الْقُرْآنِ، وَأَكْرِمْنِي بِكَرَامَةِ الْقُرْآنِ، وَارْزُقْنِي تِلَاوَةَ الْقُرْآنِ
হে আল্লাহ, আমাকে কুরআনের সৌন্দর্য দিয়ে সুশোভিত করো, কুরআনের সম্মান দিয়ে সম্মানিত করো এবং আমাকে কুরআনের তিলাওয়াত করার তাওফিক দাও।
اللَّهُمَّ اجْعَلْهُ حَجًّا مَبْرُورًا وَذَنْبًا مَغْفُورًا وَسَعْيًا مَشْكُورًا
হে আল্লাহ, এটিকে কবুল হজ, ক্ষমাপ্রাপ্ত পাপ এবং প্রশংসিত প্রচেষ্টা বানাও।
اللَّهُ أَكْبَرُ، اللَّهُمَّ تَصْدِيقًا بِكِتَابِكَ، وَاتِّبَاعًا لِسُنَّةِ نَبِيِّكَ
আল্লাহ সবচেয়ে মহান। হে আল্লাহ, তোমার কিতাবের সত্যায়ন এবং তোমার নবীর সুন্নাহ অনুসরণ করে।
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
হে আল্লাহ, আমাদের চারপাশে বর্ষণ করো, আমাদের উপর নয়। হে আল্লাহ, পাহাড়, পর্বত, উপত্যকা এবং যেখানে গাছ জন্মায় সেখানে।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
হে আল্লাহ, আমি তোমার কাছে এর কল্যাণ, এর মধ্যে যা কল্যাণ আছে এবং যা কল্যাণের জন্য পাঠানো হয়েছে তা চাই, এবং এর অনিষ্ট, এর মধ্যে যা অনিষ্ট আছে এবং যা অনিষ্টের জন্য পাঠানো হয়েছে তা থেকে তোমার কাছে আশ্রয় চাই।
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই।
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ
আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে তাঁর ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানদের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে আশ্রয় চাই।
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে প্রতিটি শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে, এবং প্রতিটি কুদৃষ্টি থেকে আশ্রয় চাই।
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি একক এবং তাঁর কোন শরীক নেই। সকল রাজত্ব তাঁর এবং সকল প্রশংসা তাঁর। তিনি জীবন দেন এবং মৃত্যু দেন, এবং তিনি জীবিত এবং মরেন না। তাঁর হাতে সকল কল্যাণ, এবং তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান।
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
হে আল্লাহ, এই পরিপূর্ণ আহবান ও প্রতিষ্ঠিত নামাজের প্রভু, মুহাম্মদকে ওসিলা ও মর্যাদা দান করুন, এবং তাকে সেই প্রশংসিত মর্যাদায় উন্নীত করুন যার প্রতিশ্রুতি আপনি দিয়েছেন।
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ، أَنْتَ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ، أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ
হে আল্লাহ, আপনার জন্য সকল প্রশংসা। আপনি আকাশসমূহ ও পৃথিবীর এবং এতে যা কিছু আছে তার আলো। এবং আপনার জন্য সকল প্রশংসা, আপনি আকাশসমূহ ও পৃথিবীর এবং এতে যা কিছু আছে তার রক্ষক।
رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
হে আমার প্রভু, আপনার কাছ থেকে আমাকে ভালো সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী।
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
হে আমাদের প্রভু, আমাদের স্ত্রী ও সন্তানদের থেকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা করুন।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا
হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, ভালো জীবিকা এবং গৃহীত কর্ম চাই।