দুশ্চিন্তা ও দুঃখ থেকে সুরক্ষার দোয়া
اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ نَاصِيَتِي بِيَدِكَ مَاضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ
হে আল্লাহ, আমি তোমার দাস, তোমার দাসের পুত্র, তোমার দাসীর পুত্র। আমার ললাট তোমার হাতে, তোমার হুকুম আমার উপর কার্যকর, তোমার ফয়সালা আমার জন্য ন্যায়সঙ্গত। আমি তোমার কাছে তোমার প্রতিটি নাম দিয়ে প্রার্থনা করি।
Musnad আহমাদ•সুরক্ষা