চরিত্র
لَا تَحَاسَدُوا وَلَا تَنَاجَشُوا وَلَا تَبَاغَضُوا وَلَا تَدَابَرُوا وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا
অনুবাদ
একে অপরের প্রতি হিংসা করো না, কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধি করো না, একে অপরকে ঘৃণা করো না, একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না এবং একে অপরের ব্যবসায়ে হস্তক্ষেপ করো না। আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো।
বর্ণনাকারী
আনাস ইবনে মালিক
উৎস
সহীহ বুখারী ও মুসলিম
বুখারী 6076, মুসলিম 2563

